বিজয় বার্তা ২৪ ডট কম
এর আগে ১৬ জুনে যেভাবে বোমা হামলা করা হয়েছে ঠিক একই ভাবে বিএনপির ঢাকা বিভাগীয় যুবদলের ইফতার মাহফিলে হামলা করে সরকার প্রধান শেখ হাসিনা ও শামীম ওসমানের উপর দ্বায় ফেলার পরিকল্পনা করছে বিএনপি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ ও সমাজ কল্যান মন্ত্রনালয় কর্তৃক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্যাক্তিদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, বিএনপির বিভাগীয় ইফতার মাহফিল হবে মহাসড়কের পাশে বা উন্মুক্ত স্থানে, সেই গলির ভিতরে কেন বিভাগীয় সমাবেশ? আমাদের কাছে খবর এল, যেভাবে ২০০১ সালের ১৬ই জুন আমাদের উপর আরডিএক্স হামলা হয়েছিল, সেভাবেই বিএনপির যুবদলের বিভাগীয় ইফতার মাহফিলে বড় ধরনের নাশকতার মাধ্যমে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে রাজনীতির মাঠ উত্তপ্ত করা হবে। এবং এখানে ওই হামলায় হতাহতের দ্বায় চাপানো হবে আওয়ামী লীগের উপর, শেখ হাসিনার উপর ও আমি শামীম ওসমানের উপর।
তিনি বলেন, এর আগে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে রিফাত তার সহযোগীদের নিয়ে তার বাবার প্রতিদ্বন্দী বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে হত্যার পরিকল্পনা করে এবং খুনী ভাড়া করে। ঢাকার পল্টনে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করা হয়, ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। ওই ঘটনায় তিনি যদি মারা যেতেন তবে এর দ্বায দেয়া হতো আমার উপর। মানে এখানে বিএনপির ওই নেতা এক ঢিলে দুই পাখি শিকারের পরিকল্পনা করেছিলেন। গতকাল ওই মামলায় পুলিশ তার ছেলে ও স্থানীয় কাউন্সিলর সহ মোট সাতজনকে জড়িত থাকার অভিযোগে চার্জশীট প্রদান করেছে।
সংসদ সদস্য শামীম ওসমান বলেন, এর আগে বিএনপি নারায়ণগঞ্জে একাধিক প্রোগ্রাম করেছে আমরা কোথাও বাধা দেইনি। চাষাঢ়ায় বড় সমাবেশের আয়োজন হলো। যিনি মূল খেলোয়ার তিনি ওমরায় গিয়েছিলেন। সেখানেও হামলার পরিকল্পনা ছিল, খবর পেয়ে আমি সংসদ থেকে চলে আসি এবং চাষাঢ়ায় অবস্থান নেই যেন নাশকতা না হয়। আমার উপসিইথতি টের পেয় সেদিন তরিঘড়ি করে অনুষ্ঠান শেষ করা হয়। কারণ আমার হামলার রাজনীতিতে বিশ্ভাস করি না। আমরা বিশ^াস করি আল্লাহ যদি চায় এবং জনগণ যদি আমাদের চায় তবে ক্ষমতায় আসবো, নয়তো না।
বিএনপির নেতাদের হুশিয়ারি দিয়ে শামীম ওসমান বলেন, আমাদের ওপর অনেক অত্যাচার করা হয়েছিল, আমরা কারোও ওপর প্রতিশোধ নেইনি। আপনারা কী করছেন এবং কী করতে চাচ্ছেন তার খবর সরকারও যেমন রাখে ঠিক শামীম ওসমানও তেমন খবর রাখে। তাই সাবধান হোন, ভাবিষ্যতে আর ছাড় দেয়া হবে না। রাজনীতি করেন আমাকে গালি দেন কোন আপত্তি নাই, কিন্তু মানুষের জীবন নিয়ে খেলবেন না। নারায়ণগঞ্জে খুবই বাজে ধরনের খেলার চেষ্টা চলছে। এখানে আমাদের ভিতরের কেউ জড়িত থাকলেও থাকতে পারে, যাদের ওই নেতাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে একেএম শামীম ওসমান বলেন, আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। এই প্রোজেক্টগুলো হয়ে গেলে তোমাদের আর ঢাকায় যেতে হবে না। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড হবে এই লিংক রোড। ঈদের পর এই রোডের কাজ শেষ হবে। এই রাস্তার পাশেই বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। এই রোডের পাশেই আমরা পাঁচশ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ করবো। এর অপর পাশেই আমরা পলিটেকনিক ইনস্টিটিউট করবো। এর পাশেই শেখ কামাল আইটি ইনস্টিটিউট হবে।