বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৮০০শত পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক র্যাব।
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ নুর হোসাইন (২৯) কক্সবাজার রামু থানার পূর্ব নোনাছড়ি গ্রামের মৃত মকবুল আহম্মেদের ছেলে।
বিষয়টি র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম নিশ্চিত করেন।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।