বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ সদস্য ও বাংলা টিভি”র রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণ আজ সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে রক্তাক্ত জখম করা হয়েছে। নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আনিসুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে তারা হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন। সংগঠনের সকলে এই হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে ন্যায়বিচার দাবি করছেন।