বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ শ্মশানঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা লাশের বয়স ৩০ থেকে ৩২ বছর হবে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান,
স্থানীয় লোকজন বেগুনি রঙের বোরকা পরিহিত এক নারীর লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এটি নৌ পুলিশের এরিয়াতে হওয়ায় এ বিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘নিহতের দেহ প্রায় গলিত অবস্থায় উদ্ধার হয়েছে। অন্তত ৪৮ ঘন্টা পূর্বে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তাই শরীরে আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে