বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, জঙ্গিবাদ ইসলাম ও মানবতার শত্রু। ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস, মানুষ হত্যা ইসলামে জঘন্য পাপ। যারা ইসলামের নামে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত তাদের বিরুদ্ধে সর্বস্তরে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ সমাজসহ সকলের মধ্যে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্যতা বাড়াতে হবে।
১৮ জুলাই জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ, মানববন্ধন, র্যালী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব সাজ্জাদুল কবির, সহ সভাপতি আলমগীর গনি, প্রচার সম্পাদক ডাঃ সারওয়ার হোসেন, পাঠাগার সম্পাদক মোঃ মাসুদ আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহম্মদ আলতাফ হোসেন বলেন, জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি নিজস্ব নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। প্রত্যেকের মধ্যে মানবিক মূল্যবোধ, কল্যাণবোধ ও সৌহার্দ্যতা বাড়াতে হবে।
মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।