বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৮ বছরের এক তরুণীকে ধর্ষনের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) দুপুরে ফতুল্লা মডেল থানার পরিদর্শক তদন্ত মো.মহসিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে এ ঘটনায় রবিবার (১২ মার্চ) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই অভিযুক্ত আশরাফুল (৩৯) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ধর্ষন মামলা দায়ের করে। পরে দিবাগত রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আশরাফুল গাইবান্ধা জেলার গাইবান্ধা থানার মধ্যপাড়ার এলাকার বানিন্দা। বর্তমানে সে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় বসবাস করেছেন
মামলার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণী বাবা মায়ের সাথে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার প্রাইমারী স্কুলের পাশে আমজাদ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে। সে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরী করে। গার্মেন্টসে আসা যাওয়ার সময় আশরাফুলের সাথে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের সুবাদে তারা বিভিন্ন জায়গায় বেড়াতেও যায়। আর আশরাফুল বিয়ে করার প্রলোভনে এই তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ চলতি মাসের ১২ তারিখ রোববার বিকেলে আশরাফুলের স্ত্রীর অনুপস্থিতিতে তার ভাড়াটিয়া বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ করে। ঘটনাটি তরুণীর পরিবারের মধ্যে জানাজানি হলে তার বাবা-মা আশরাফুলকে বিয়ের কথা বলা হলে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে আশরাফুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ফতুল্লা মডেল পরিদর্শক পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, গার্মেন্টের শ্রমিক তরুণীকে ধর্ষণের ঘটনায় আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।