বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় বাস চালককে আটক করা হয়। শুক্রবার (১০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন।
বৃহষ্পতিবার (৯ মার্চ) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বাস চালক লৎফর রহমান ওরফে বুলেট
টাঙ্গাইল সদরের কাবিলাপাড়া এলাকার বাসিন্দা।
বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিপুর পরিমান মাদক নিয়ে মহাসড়ক দিয়ে একটি চক্র যাচ্ছিলেন। এসময় সোনারগাও উপজেলার মেঘনা টুল প্লাজায় সাথী ফুবস নামে একটি বাসকে (ঢাকা-মেট্রো-ব-১৫-৯২৩৪) থামাতে সংকেত দেওয়া হয়। কিন্তু বাসটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে ধাওয়া করে মদনপুর এলাকা থেকে বাসটিকে আটক করা হয়। কক্সবাজার থেকে বাসটি বিপুল পরিমান ইয়াবা নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন। আটককের পর চালকের দেয়া তথ্য মতে বাসের একটি সিটের পিছনে লুকিয়ে রাখা ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় বাস চালককে আটক করা হয়েছে এবং বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।