বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পাচারের সময় প্রায় দুই লাখ টাকার চোরাই গজারির বল্লি কাঠ আটক করেছে বন বিভাগের কর্মকর্তারা। এসময় পাচার কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো অ-১১-২৮৪৩) জব্দ করা হয়। অভিযানের সময় গাড়ির চালক ও হেলপাড় কৌশলে পালিয়ে যায়।
সোমবার সকালে (৬ মার্চ) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় বন বিভাগের চেকপোষ্টে অভিযান চালিয়ে এই মালামাল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ বন বিভাগের চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদে জানতে জানা যায় (ঢাকা মেট্রো অ-১১-২৮৪৩) নাম্বের একটি পিকআপ ভ্যান চোরাই কাঠ বোঝাই করে ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছিলেন। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূলের ৬৬ পিছ গজারির বল্লি কাঠ সহ পিকআপভ্যান জব্দ করা হয়। এসময় গাড়ির চালক ও হেলপাড় কৌশলে পালিয়ে যায়। এ সময় তিনি ও অন্যান্য বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এস এম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করে ১৯২৭ সালের বন আইনের ২০০০ সালে সংশোধিত ৫২ (১) ধারা অনুযায়ী গাছসহ পিকআপ ভ্যানটি মালামাল জব্দ দেখিয়ে মামলা দিয়ে আদালতে পাঠিয়ে দেয়া হয়।