বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ৯ হাজার ৫ শত পিছ ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৫ মার্চ) বিকেলে থানাধীন মদনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শুক্কুর আলী (৪১) নারায়ণগঞ্জের রুপগঞ্জের ররপা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম।
তিনি জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।