বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের চাঞ্চল্যকর সানোয়ার হোসেন ওরফে সানোয়ার বুইরা হত্যা মামলার আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে থানার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে বন্দর থানাধীন ফরাজীকান্দা মাদ্রাসা-কবরস্থান রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে তানভীর হাসান ওরফে জনি(৩৫)একই এলাকার আমির আলী সরদারের ছেলে তাজুল ইসলাম(৩০) ও শ্রীরামপুর এলাকার রজ্জব আলীর ছেলে রব মিয়া(৪০)। ধৃতদের মধ্যে জনি দড়ি সোনাকান্দা এলাকার সানোয়ার হোসেন ওরফে সানোয়ার বুইরা হত্যা মামলার আসামী এবং রব মিয়া মারামারি মামলার ও তাজুল মারামারি মামলার আসামী। ধৃতদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।