বিজয় বার্তা ২৪ ডট কম
বিজ্ঞান কে জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চ্চা বাড়ানোর জন্য নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রোবোটিকস এবং মেকাট্রনিক্স ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড,লাফিফা জামাল। এসময় বক্তব্য রাখেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন,বিদ্যানিকেতন ট্রাষ্টি বোর্ডের সদস্য কাসেম জামাল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম। বিজ্ঞান মেলায় স্কুলের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি ও সৌর ব্যবহারের উপর ৪০ টি প্রজেক্ট প্রদর্শন করা হয়।