বিজয় বার্তা ২৪ ড টকম
সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নিহত দুই ভাইয়ের লাশ নিয়ে মশাল মিছিল করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিছিলটি করে বিক্ষুব্ধরা। সেখান থেকে হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি করা হয়। ন্যায় বিচার চেয়ে এবং খুনিদের ফাঁশির দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
রবিবার দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লার ছেলে আসলাম সানি (৪৮), রফিকুল ইসলাম (৪০) ও মো. সফিকুল ইসলামকে (৩৫) কুপিয়ে জখম করে তাঁদের চাচাতো ভাইয়েরা। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আসলাম সানি ও সফিকুলকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু রফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।
বিকালে লাশ নিয়ে এলে কান্নায় ভেঙ্গে পড়ে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা। গোসল শেষে বাদ মাগরিব জানাজা হয় স্থানীয় মাদ্রাসার মাঠে। এরপর রহিম স্টিল নামের একটি কারখানার পাশের কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে দুপুরে ঢাকার রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজনদের বিচারের সর্বস্ব আশ্বাস প্রদান করেন।
এদিকে ২ ভাইকে খুনের ঘটনায় সোনারগাঁ থানায় ১টি হত্যা মামলার নেওয়া হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শন (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, নিহতদের বোন মামলা করেছে। আসামী করা হয়েছে ৮ থেকে ৯ জনকে। আসামীদের গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।