বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ফতুল্লায় একটি ট্রাক থেকে ২৫ কেজি গাঁজা, ১৭৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারী) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু।
এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেরার পাগলা পশ্চিম নয়ামাটি এলাকা থেকে এই বিপুল পরিমান মাদক উদ্ধার করে পুলিশ। এসময় মাদক বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১০১৭) জব্দ করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল পাঁচটার দিকে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর নেতৃত্বে পুলিশের একটি টিম পাগলা পশ্চিম নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। এ সময় পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো থাকা ২৫ কেজি গাজাঁ, ১৭৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানায়, মাদক চালান সরবরাহের প্রক্কালে গোপন সংবাদ পেয়ে তারা পাগলা এলাকায় অভিযান চালায়। সেখানে গেলে ট্রাকে থাকা দুই ব্যাক্তি তাদেরকে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায়। ট্রাকটিতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা, ১৭৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল মদ উদ্ধার করে। এ বিষয়ে ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।