বিজয় বার্তা ২৪ ডট কম
বর্ণাঢ্য আয়োজনে ফতুল্লা প্রেস ক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ফতুল্লা প্রেস ক্লাবের সদস্যরা তাদের পরিবার-পরিজন নিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ‘ফ্যামিলি ডে’ উদযাপন করেন।
রোববার সকাল ৯ টায় ফতুল্লা প্রেস ক্লাবের সামনে থেকে দুটি বাসে করে নরসিংদীর পাঁচদোনাস্থ ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা দেন সবাই।
সেখানে দিনব্যাপী আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সবাই। প্রেস ক্লাব ফ্যামিলি ডে অনুষ্ঠিত হওয়ায় পুরো অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।
র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুস্ঠান ফ্যামিলি ডে আরো বেশী আকর্ষনীয় করে তোলে।
মধ্যাহ্ন ভোজের কিছুক্ষন পূর্বে ফতুল্লা প্রেস ক্লাবের ফ্যামিলি ডেতে যোগদান করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান।মধ্যাহ্ন ভোজের পর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যাফেল ড্রয়ের পুরুস্কার বিতরন করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম,এ,সামাদ মতিন,প্রতিষ্ঠাতা সদস্য এ,আর মিলন, সাবেক সহ- সভাপতি সেলিম মুন্সি, প্রেস নারায়নগঞ্জের সম্পাদক মোঃ ফকরুল হাসান, উজ্জীবিত বাংলাদেশের সম্পাদক কবিরুল ইসলাম, মোঃ মামুন, ফতুল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ- সভাপতি পিয়ার চান, ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ সোহেল, রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন।
আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ ডিয়েল,সাহিত্য বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ সাগর,রাশেদুল ইসলাম,প,ম আজিজ, মাসুদ আলী,সাবিদ আল হাসান,রাকিব চৌধুরী শিশির,বকুল, রাসেল সহ সাংবাদিক পরিবারের সদস্যরা
র্যাফেল ড্রয়ের পর চলে সাংস্কৃৃতিক অনুষ্ঠান ও মুক্ত আলোচনা। বিকেল পাচটার দিকে সেখান থেকে ফতুল্লা উদ্দেশ্যে রওনা দেন।