বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুকুর থেকে এক অজ্ঞাত ভ্রুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার শিয়াচর হাজী বাড়ী সংলগ্ন পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু।
তিনি জানান, পুকুর পাড়ে অজ্ঞাত এক ভ্রুণ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ভ্রণের মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে এলাকার লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরে নবজাতকের লাশ ভেসে থাকতে দেখেন। কে বা কারা যেন এই মরদেহটি পুকুরে ফেলে জান। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের ভ্রুণটি উদ্ধার করেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মফিজুল ইসলাম বলেন, পুকুর থেকে নবজাতক ভ্রুণ উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় জানা যায়নি। ধারনা করা হচ্ছে দু- তিন দিন পূর্বে কেউ ফেলে রেখে গেছে।