বিজয় বার্তা ২৪ ডট কম
সম্প্রতি বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের জঙ্গি সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশকে কথিত সহায়তার প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু হাসান টিপু বলেন, বিশ্বব্যাপী জঙ্গিবাদী সন্ত্রাসের প্রধান উদ্যোক্তা ও মদদ দাতা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিক ও সামরিক আঁতাত হবে বাংলাদেশে ‘খাল কেটে কুমির আনার’ সামিল। তিনি বলেন, মার্কিন প্রশাসন বহু বছর ধরেই বাংলাদেশে এই ধরনের একটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছিল, আর বর্তমানে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গিবাদী সন্ত্রাসি হামলা তাদের সেই বদ আকাংখা পূরণের স্বপ্ন দেখছে।
তিনি বলেন, নিকট অতীতের অভিজ্ঞতা হচ্ছে জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় সহায়তার নামে যে সমস্ত দেশে তারা ঢুকে পড়েছে সেখানে জঙ্গি সমস্যা সমাধানের পরিবর্তে পুরো দেশ ল-ভ- হয়েছে এবং মার্কিনীদের রাজনৈতিক ও সামরিক কর্তৃত্ব পাকাপোক্তা হয়েছে। যে কারণেই এখন জঙ্গিবাদি সন্ত্রাস মোকাবেলায় মার্কিন প্রশাসনের ‘শারিগরি ও প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতার প্রস্তাব’ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য যে গুরুতর হুমকি তৈরী করবে এবং মার্কিনীদের তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের (ওয়ার অন টেরর) কৌশলগত অংশীদার হিসাবে বাংলাদেশকে বড় ধরনের বিপদের মধ্যে ফেলবে সেই আশংকার যৌক্তিকতা উড়িয়ে দেয়া যায় না। আর তাই মার্কিন প্রশাসনের এই ধরনের কথিত ‘সহায়তা’ প্রস্তাব থেকে সরকারকে দুরে থাকতে হবে।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে উল্লেখ্য করে আবু হাসান টিপু বলেছেন, দেশে সীমাহীন রাজনৈতিক বিরোধ, বৈরীতা ও বিভাজনের সুযোগ গ্রহণ করছে দেশীয় ও আন্তর্জাতিকভাবে মদদপুষ্ট জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠি। প্রতিশোধাত্মক এই রাজনীতি অব্যাহত থাকলে রোমহর্ষক ধর্মান্ধ সন্ত্রাসী তৎপরতা কেবল আরো পরিপুষ্টই হবে। তিনি ক্ষোভের সাথে বলেন, শুরু থেকেই সরকারের নীতি-নির্ধারকেরা এসব সন্ত্রাস ও হত্যাকা-কে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসাবে আখ্যায়িত করে এসব তৎপরতার বিরুদ্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করায় সন্ত্রাসীরা আরো উৎসাহিত হয়েছে এবং লক্ষ্য অনুযায়ী বাংলাদেশে তাদের ধর্মীয় সন্ত্রাসকে আন্তর্জাতিকীকরণ করতে সক্ষম হয়েছে। সরকারের অদূরদর্শীতা ও ব্যর্থতার কারণে জঙ্গিবাদি সন্ত্রাসীরা ইতিমধ্যে তাদের প্রাথমিক লক্ষ্য অর্জন করতেও সক্ষম হয়েছে। এসব ঘটনায় দেশের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ঘাটতি ও সন্ত্রাস মোকাবেলায় সরকারের অপ্রস্তুতিও ধরা পড়েছে।
আজ রবিবার সকালে পার্টির সোনারগাঁও কমিটির আহবায়ক শ্রমিকনেতা পরিতোষ সরকারের সভাপতিত্বে কুতুবপুরে অনুষ্ঠিত সভাতে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিকনেতা মোক্তার হোসেন, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ আলী, বাবুল মিয়া প্রমূখ।