নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন আর উদ্বিগ্ন নয় বন্দরবাসী। বিগত জানুয়ারী মাসে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে চুরির ঘটনা ব্যাতিত তেমন কোন উল্লেখযোগ্য কোন ঘটনার খবর পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী জানুয়ারী মাসে ১টি অপমৃত্যুসহ সর্বমোট ৩৬টি মামলা এন্ট্রি হয়। এর মধ্যে ১টি ধর্ষণ,১টি নারী নির্যাতন,১টি শিশু নির্যাতন,৫টি চুরি,১টি অস্ত্র,৬টি অন্যান্য এবং ২০টি মাদকের মামলা এন্ট্রি হয়। জানুয়ারী মাস শান্তিপূর্ণভাবে অতিবাহিত হওয়ায় বন্দরের সর্বস্তরের জনসাধারণ বন্দর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামকে সাধুবাদ জানিয়েছে। এ ব্যাপারে জনৈক মানবাধিকার কর্মী মোঃ শাহ আলম জানান,নজরুল ইসলাম বন্দর থানায় যোগদানের পর হতে গোটা বন্দরে অপরাধ প্রবণতা হৃাস পেয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক। বিচ্ছিন্ন কিছু ঘটনা সংঘটিত হলেও বড় রকমের নাশকতা কিংবা চাঞ্চল্যকর কোন ঘটনা নেই বললেই চলে।