বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নাকে খত দিয়ে নির্বাচনে আসতেই হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিত নির্বাচনে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, বিএনপি তো বলেছিলো শুনেছিলাম ১০ (ডিসেম্বর) তারিখ আমরা আওয়ামীলীগ সরকার থাকবোনা। ১০ তারিখ থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে এবং ১১ তারিখে দেশে তারেক জিয়া আসবে। তখন আমি বলেছিলাম ঘোড়ার ডিম হবে। ঘোড়ার ডিম যখন পাড়বে তখন এটা হবে। এখন ঘোড়াও ডিম পাড়বেনা বিএনপির স্বপ্নও পূরণ হবেনা। বিএনপির এই ঐক্য ফৈক্য কিছুই থাকবেনা। বিএনপির নাকে খত দিয়ে জাতীয় নির্বাচনে আসতেই হবে। তাদের মধ্যে দুইটা গ্রæপ হয়ে আছে। একটা ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপ। একটা চাচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বন্ধ করার জন্য। তাদেরকে এটা মনে রাখতে হবে এটা জাতীর জনকের কন্যা শেখ হাসিনার সরকার। যত কিছুই করুক না কেন। ২০১৪ এর মত যদি মনে করে আরেকবার কিছু করবে। দেশ এখন ওই অবস্থা নাই।
তিনি আরো বলেন, দেশের প্রশাসন, পুলিশ বাহিনী, র্যাব, গোয়ান্দা সংস্থা এবং দেশের জনগন সবাই এখন বুঝদার এবং সবাই খুব একটিভ। তারা বুঝে দেশকে কিভাবে রক্ষা করতে হবে এবং দেশের মানুষকে কিভাবে রক্ষা করতে হবে। কারন শেখ হাসিনা এখন আওয়ামালীগের সম্পদ না এদেশের সম্পদ। আমাদের বাচ্চাদের আগামী দিনে ভবিষ্যৎ। তাই এদেশের ভবিষ্যতের জন্য কি করা দরকার। সেটা এদেশের মানুষ, প্রশাসন সবাই সেটা জানে। আমার মনে হয় বিএনপি এই হাঁকডাকই তাদের সার হবে। এর বাইরে তাদের কিছু করার আছে বলে আমার মনে হয়না।
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা প্রসঙ্গে নিয়ে শামীম ওসমান বলেন, সুইডেনে পবিত্র কোরআন শরীফকে যেভাবে অবমাননা করা হয়েছে। যারা করেছে আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারকে কৃতজ্ঞতা জানাই। আমার মনে হয় সর্বপ্রথম জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। সবাই জানেন তিনি অতন্ত আল্লাহ ভক্ত লোক। ওনার নির্দেশে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়। এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়ে অফিসিয়ালী প্রেস রিলিজ দিয়েছে। শুধু তাই নয় পৃথিবীর অন্যান্য গনতান্ত্রিক পশ্চিমাদেশগুলো রয়েছে তারা যাতে এ বিষয়টাকে নিন্দা হিসেবে জানায়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে। আমরা মনে করি প্রতিটা ধর্মেরই অধিকার আছে। কোন ধর্মকেই অবমাননা করা যায় না। এটা আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমরা তা মনে প্রানে বিশ^াস করি। যে বা যারা এই কাজটা করেছে এরা তো মানুষে ভিতর গন্য হিসেবে পড়েনা। এটা কোন রাষ্ট্র করেনি এটা একটা ব্যক্তি করেছে। ব্যক্তির দায়িত্বতো রাষ্ট্র নিতে পাড়েনা। আমরা আশা করি ওইসব দেশগুলো সভ্য রাষ্ট্র তারা এটার বিচার করবে এবং শাস্তি দিবে।
তিনি আরো বলেন, যদি তারা শাস্তি না দেয় তাহলে আমাদের কোরআন শরীফের নির্দেশনা আছে। আবুল ওয়াহেবের মত তার জন্যও বিচার অপেক্ষা করছে। যারা পবিত্র কোরআন শরীফ অবমাননা করেছে আমার বিশ^াস তার জন্য অবশ্যই শাস্তি অপেক্ষায় আছে। কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন তিনিই এটার বিচার করবেন। শুধু যারা বাংলাদেশে এ বিষয়ে মাঠে নেমেছেন এবং যারা প্রতিবাদ করেছেন। আমি তাদের সাথে সম্পূর্ন একমত এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা যে কষ্ট করে পবিত্র কোরআনকে সম্মান জানানোর জন্য যেটুকু কষ্ট করেছেন আল্লাহ যাতে তাদের এই কষ্টটাকে কবুল করে নেন এবং রহমত দেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগপন্থি প্রার্থীদের জয় নিয়ে শামীম ওসমান বলেন, মাননীয় শেখ হাসিনার সরকারের আমলে যেভাবে এই বারের উন্নয়ন হয়েছে। এই বার ভবন হয়েছে আপনারা দেখেছেন। সবকিছু কিন্তু এই আওয়ামীলীগ পন্থি আইনজীবীদের কারনে হয়েছে। আইনজীবীরা তো অতন্ত শিক্ষিত । লার্নেড আইনজীবী বলা হয় আমাদের কিন্তু বলা হয় না লার্নেড এমপি। তারা খুব সচেতন মানুষ। আমার মনে হয় আওয়ামীলীগ পন্থি প্যানেলের ১৭টি আসনেই তারা জয়যুক্ত হবে ইনশাল্লাহ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু সহ আইনজীবীবৃন্দ।