বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট জোনের উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেছেন, শিশুরা হচ্ছে কাঁদা মাটির মতো তাদের এই বয়সটাতে আপনি তাকে যেভাবে চাইবেন সেভাবেই গড়ে উঠবে। আসলে সন্তান উচ্চ শিক্ষিত হওয়ার পিছনে বাবা-মা শিক্ষিত না হলেও সমস্যা নেই। রিকশাওয়ালার ছেলে-মেয়েরাওতো উচ্চ শিক্ষা অর্জণ করছে। সবকিছুই বাবা-মায়ের মন-মাসিকতার উপর নির্ভর করে। ১৪ জানুয়ারী শনিবার বেলা ১২টায় বন্দরের ৫২নং সোনাকান্দা-বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের নবীন বরণ এবং মেধাবীদের পুরস্কার বিতরণের প্রাক্কালে ‘‘স্বপ্ন দেখাই উড়তে শেখাই’’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,আমি মনে করি মা যদি চায় সবচেয়ে জঘন্য,সবচেয়ে খারাপ,বন্ধ অবস্থার পরিবেশে থেকেও নিজের সন্তানকে গড়ে তুলতে পারেন। একজন মা যদি চায়। বাচ্চারা মোবাইল আসক্তি হচ্ছে কথাটি সত্য বিজ্ঞানের এই যুগে এটি স্বাভাবিক তবে এ থেকে আপনার সন্তানকে সেভ করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। তাকে একটা নির্দিষ্ট সময় বেধে দিতে হবে। সকালে ২০মিনিট,বিকেলে ২০মিনিট সব মিলিয়ে ১ঘন্টার বেশি দেয়া যাবেনা। বাচ্চাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন। বাচ্চাদের কাছ থেকে ভাল আচরন পেতে হলে তাকে ভাল আচরণটা দেয়ার চেষ্টা করতে হবে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মামুন আহমেদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুউদ্দিন বিপ্লব, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।