বিজয় বার্তা ২৪ ডট কম
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সিজন-৪ ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন প্যানেল মেয়র আব্দুল করিম বাবু।
শনিবার রাতে শহরের আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে প্রাঙ্গণে আমেনা মঞ্জিল যুব সমাজ আয়োজিত এই খেলার পুরস্কার বিতরণ করেন তিনি।
এসময় প্যানেল মেয়র আব্দুল করিম বাবু বলেন, যারা খেলাধূলায় মনোনিবেশে থাকে তাকে খারাপ কিছু স্পর্শ করতে পারেনা। আপনারা মাদক থেকে দূরে থাকুন বেশী বেশী করে খেলাধূলার আয়োজন করুন। আপনারা আমাকে যে কোন ধরনের ভাল উদ্যোগের জন্য পাশে পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা এই মানুষটির জন্য দোয়া করবেন। কারন তিনি থাকলে এদেশ আরো উন্নত রাষ্ট্রে পরিনত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।
এইসময় ১৭ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকসহ স্থানীয় যুবকরা উপস্থিত ছিলেন।