বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলোর ছেড়ে দেয়া রাস্তা দ্রুত পাকা করন এবং যানজট নিরসনে চাষাঢ়ায় মৌমিতা বাসসহ সকল অবৈধ স্ট্যান্ড শহর থেকে উচ্ছেদ ও হকারমুক্ত ফুটপাতের দাবীতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন। শনিবার (১৪ জানুয়ারী) সকালে শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এই বক্তব্য প্রদান করেন। ‘শহরকে হকার ও যানজট মুক্ত কর, সুন্দর বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়’ এই স্লোগানকে সামনে রেখে ৫টি দাবি উল্লেখ করে লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সব সময় বলি সুন্দর স্বপ্ন দেখি। একটা সুন্দর নারায়ণগঞ্জের। যেই নারায়ণগঞ্জে কোন সন্ত্রাস থাকবেনা। কোন যানজট থাকবেনা। ফুটপাত মুক্ত থাকবে। আমরা স্বপ্ন দেখি এই রকম সুন্দর নারায়ণগঞ্জের যে বাইরে থেকে কেউ যদি আসে এই নারায়ণগঞ্জকে দেখে মুগ্ধ হয়ে যাবে। এই ইতিহাস কিন্তু আমাদের অতিতে ছিল। আজকে ভাগ্যের নির্মম পরিহাস। আজকে প্রশাসনিক দুর্বলতার কারনে ও সমন্বয়হীনতার কারনে এই নারায়ণগঞ্জকে ড্যাম্পিং পয়েন্টে পরিনত করা হচ্ছে। একদিকে মৌমিতা যার কোন ভিত্তি নাই, যার আইনগতভাবে এখানে চলাচলের অধিকার নাই। তাদের রুট পারমিট হচ্ছে সাইনবোর্ড পর্যন্ত। কাকে ম্যানেজ করে, কার সাথে আতাত করে এই মৌমিতা নারায়ণগঞ্জ শহরে ঢুকে। আমাদের প্রশ্ন এটা আমরা জানতে চাই। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রুট ট্রান্সপোর্টের সভাপতি । ওনার উপর এ সমস্ত বিষয়গুলো সরকারের পক্ষ থেকে তার উপর ন্যস্ত করা আছে। কিন্তু ওনি এটা করতে ব্যর্থ। ওনি করতে পারেন না। অনাবিল চলে গেলে জেলা প্রশাসক মহোদয় মৌমিতা বাস কেন যাবেনা। আপনার কি স্বার্থ আছে। আপনি কাদের খুশি করতে চান। কাদের কাছে জিম্মি হয়ে আছেন। এটা আমরা জানতে চাই।
নেতৃবৃন্দ মানববন্ধনে আরো বলেন, আমরা বলেছিলাম যে জেলা প্রশাসক মহোদয় ১৫ দিনের মধ্যে নারায়ণগঞ্জ থেকে মৌমিতা বাস সরিয়ে দেন। কিন্তু আমরা আজও দেখছি মৌমিতা বাস চলছে। এটা তো কাংখিত ছিলনা। তাহলে আপনি কোন জেলার জেলা প্রশাসক। আপনি নারায়ণগঞ্জের মানুষের পালস বুঝেন না। শুধু মাত্র কি ফাইলে সাইন করার জন্য নারায়ণগঞ্জে এসেছেন। আপনাকে স্পষ্টভাবে বলতে চাই। যানজটকে উপলক্ষ করে আমরা যে আল্টিমেটাম দিয়েছিলাম। আমার মনে হয় জেলা প্রশাসকের ঘুম এখনো ভাঙ্গে নাই। এই কারনে আমরা বলি আপনি যদি আমাদের দাবি মানতে না চান। আপনি যদি আমাদের দাবি না মানেন। আমরা অনিয়মতান্ত্রিক কোন অন্দোলনে যাবো না। আমরা বেআইনী কোন আন্দোলনে যাবোনা। আমরা প্রধানমন্ত্রীর কাছে লিখবো যে জেলা প্রশাসক আপনি ব্যর্থ । আমরা সচিবালয়ে লিখবো আপনি ব্যর্থ। আমরা জনপ্রশাসনের কাছে লিখবো আপনি ব্যর্থ। আপনি নারায়ণগঞ্জের রুট ম্যানেজমেন্টকে আপনি প্রস্তুত করতে পারেন নাই। আপনি নারায়ণগঞ্জবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটাতে পারেননি। তাই আপনি ব্যর্থ। অনতিলম্বে মৌমিতা বাস শহরে আসা বন্ধ করতে হবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
মানববন্ধনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনটির নেতৃবৃন্দের দাবি ‘চাষাঢ়া পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলার ছেড়ে দেওয়া জায়গা দ্রুত পাকা করণ করতে হবে, মৌমিতা বাসসহ সকল অবৈধ ষ্ট্যান্ড উচ্ছেদ করতে হবে, বঙ্গবন্ধু সড়ক, মীরজুমলা রোড, শায়েস্তা খাঁন সড়ক, শহীদ সোহরাওয়ার্দী রোড, সিরাজউদ্দৌলা সড়ক ও ফুটপাথ হকার মুক্ত করা এবং প্রকৃত হকারদের পুর্নবাসন করা, ব্যাটারী চালিত রিক্সা,অটো, মিশুক চলাচল আইনি শৃঙ্খলায় আনতে হবে, ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মোটর সাইকেল সড়ক ও ফুটপাথে রাখা নিষিদ্ধ করতে হবে।’
মানববন্ধনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা এড. মাহাবুবুর রহমান মাছুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি এম সিদ্দিক, জেলা জাসদের সভাপতি মহুর আলী চৌধুরী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উপদেষ্ঠা এড. মাহবুবুর রহমান মাসুম, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বাবুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, মহিলা নেত্রী হালিমা আক্তার বিথী সহ্য সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।