বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অন্তত ২০ জন আহত হয়। বৃহষ্পতিবার (১২ জানুয়ারী) সকালে মহাসড়কের মাদানীনগর এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন। আহতরা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক বলে জানা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কেউ নিহত হয়নি বলে জানায় পুলিশ। দূর্ঘটনায় তারাবো সুপার সার্ভিস বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে তারাবো সুপার সার্ভিস নামে একটি বাস পোশাক শ্রমিকদের নিয়ে কাঁচপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় বাসটি মৌচাক মাদানীনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি
রাস্তার পাশে থাকা খাদে পরে যায়। এসময় বাসে থাকা প্রায় ২০ জন শ্রমিক আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। দূর্ঘটনা বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় তিনি