বিজয় বার্তা ২৪ ডট কম
১৮ নং ওয়ার্ডের তিনবার নির্বাচিত সাবেক কমিশনার রফিকুল ইসলাম রফিক’র ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নিতাইগঞ্জ তার নিজ বাস ভবনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে সন্তান সহ তার অনেক গুনগাহী রেখে গেছেন।
এসময় রফিকুল ইসলাম রফিক’র রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
রফিকুল ইসলাম রফিক মুন্সিগঞ্জ রিকাবী বাজার এলাকার সমাজ সেবক রেজাউল বেপারীর ছেলে। তার চাচা করিম বেপারী একজন বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তার চাচা তৎকালিন সময়ের সাবেক এমএলএ ও ছিলেন। রফিকুল ইসলাম রফিক নিতাইগঞ্জ কাচারীগল্লি এলাকায় জন্মগ্রহন করেন। তোলারাম কলেজ থেকে তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন। তার কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ জেলা খাদ্য অধিদপ্তর, জেলা ভূমি অধিদপ্তর, বাংলাদেশ বিড়ি মালিক সমিতি, জেলা ঈদ মিলাদুন্নবী জুলুছ কমিটি এই সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জ জেলা সরকারী জেনারেল হাসপাতাল’র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা বাহিনী,নারায়ণগঞ্জ জেলা কারাগার পরিদর্শকের সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একাধিক সরকারী ও বেসরকারী সংস্থায় সততার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি সব সময় সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি তার কর্মজীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি।