বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের ধামগড় ইউনিয়নস্থ কড়ইবাড়িতে অবৈধভাবে দখল হওয়া ঈদগাহ ও কবরস্থানকে দখলমুক্ত করতে কড়ইবাড়ি সম্মিলিত কবরস্থান ও ঈদগাহ উন্নয়ন কমিটি স্থানীয় ৭টি গ্রামের মুসলিম তৌহিদী জনতাকে নিয়ে শুক্রবার বাদ আসর প্রতিবাদ সভা করেছে। সভায় আলোচকদের বক্তব্য থেকে জানা যায় যে, স্থানীয় আমৈর কান্দাপাড়া এলাকার মৃত সিকান্দর আলীর ছেলে সুলতান বাবু ভূয়া এওয়াজ বিনিময়ের মাধ্যমে দীর্ঘ ২০ বৎসর যাবৎ অত্র ঈদগাহ ও কবরস্থান দখল করে ভোগ দখলের পায়তারা করছে, এমনকি নিজে অত্র ঈদগাহ ও কবরস্থানের দাতা সাজতে ২১ সদস্য বিশিষ্ট ভূয়া পরিচালনা কমিটি বানিয়ে দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসীকে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে। অথচ, কমিটির নামের তালিকায় নাম আছে এমন অনেকেই উক্ত কমিটিতে সদস্য নন বলে জানিয়েছেন। না জানিয়ে কমিটি গঠন সহ সুলতান বাবুর অপকর্মে সহায়তা না করার কারণে কমিটির সদস্যদেরকে পাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে কথিত ভূমিদস্যু সুলতান বাবু। প্রতিবাদ সভায় উল্লেখ করা হয় যে, অত্র অঞ্চলের বাসিন্দা মৃত শামসুল হক অত্র ঈদগাহ ও কবরস্থানের জন্য ২৫ শতাংশ জায়গা দান করে গেছেন, কিন্তু নিজের স্বার্থ হাসিলের আশায় নিজেই ভূয়া দলিল বানিয়ে সুলতান বাবু দাতা সাজতে চাচ্ছেন এবং নিজের অন্যায় পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভূয়া কমিটি বানিয়ে নিজে সভাপতি সেজে ঈদগাহ ও কবরস্থানকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাচ্ছেন। তাছাড়া ঈদগাহ ও কবরস্থানের পাশে বিদ্যমান দেয়াল ভাঙ্গার হুমকিও দিয়েছে সুলতান বাবু। উক্ত প্রতিবাদ সভায় অত্র ঈদগাহ ও কবরস্থানের সভাপতি ক্বারী মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র ঈদগাহ ও কবরস্থানের জমিদাতা মৃত শামসুল হকের ছেলে আলহাজ্ব মোঃ সাদেক আলী তার বক্তব্যে বলেন ‘ঈদগাহ ও কবরস্থান এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান। এগুলোর উন্নয়নে যারা এগিয়ে আসবে তারা আল্লাহর নৈকট্য হাসিল করবে, আর যারা বিরুদ্ধে কথা বলবে তারা ধ্বংস হয়ে যাবে। সুলতান বাবুর এ ঘৃণিত কাজের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আমি তাকে ৭ দিনের আল্টিমেটাম দিতে চাই, যদি সৎসাহস থাকে তাহলে আগামী ৭দিনের মধ্যে তিনি আসল দলিল দেখাবেন। অহেতুক আমরা ঈদগাহ ও কবরস্থান নিয়ে জ্বলঘোলা করে মাছ শিকার করতে দিবনা। আসুন সবাই ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নে পাশে থাকি’। তাছাড়া অত্র ঈদগাহ ও কবরস্থান কমিটির সা. সম্পাদক ডাঃ রেজাউল করিম, মাও. আমজাদ হোসেন, আঃ বাতেন, আজিজ মাস্টার, রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম খোকা সহ স্থানীয় বটগাঁও, আমৈর কান্দাপাড়া, আমৈর, বটতলা, চড়ইবাড়ি, কড়ইপাড়া, দড়িবাড়ি সহ অন্যান্য গ্রামের স্থানীয় শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুলতান বাবুর নামে ভূমিদস্যুতা, জমির দালালি করে গ্রামে ঝগড়া-বিবাদ লাগানো সহ নানাবিধ অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে এবং এ ধরণের চিহ্নিত ধোঁকাবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবার দাবী জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের সকল এলাকাবাসী।