বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এঘটনায় আজ বৃহষ্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন পুলিশ। বিষয়টি আজ (২৪ নভেম্বর) দুপুরে নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গতকাল বুধবার (২৩ নভেম্বর) রাতে সিদ্ধিরঞ্জের পূর্ব এনায়েতনগর ডিএনডি খাল এলাকায় মাদক বিরোধী অভিযানে যায় পুলিশ। এসময় ওই এলাকার একটি মাঠে অন্ধকারে কিছু লোককে বসে থাকতে দেখা যায়। সেখানে পুলিশ গেলে তাদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য ইট পাটকেল নিক্ষেপ করেন মাদক ব্যবসায়ীরা। এসময় পুলিশ আত্মরক্ষার্থে ১৮ রাউন্ড ফাঁকা গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ আহতের ঘটনা ঘটেনি। অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
পূর্ব এনায়েতনগর এলাকার স্থানীয়রা জানান, রাতে হঠ্যাৎ করে কয়েক রাউন্ড গুলিল শব্দে আতংক ছড়িয়ে পরে সমস্থ এলাকা। গুলির শব্দে সাধারণ মানুষ এদিকে সেদিক দৌড়াদৌড়ি শুরু করেন এবং এলাকার দোকানগুলো বন্ধ করে দেয় দোকানীরা। পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।