বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রুপগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী বজলু রহমানকে তিনটি মামলায় পৃথকভাবে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার (২০ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে এই আদেশ মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। এর আগে সকালে বজলুর রহমান বজলুকে কঠোর নিরাপত্তায় মধ্য দিয়ে আদালতে হাজির করেন পুলিশ।
আসাদুজ্জামান জানান, র্যাব-১ বজলু রহমান ওরফে বজলুকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন, ভারতীয় ২০ হাজার জাল রুপি, বাংলাদেশি ৭৫ হাজার জাল টাকা এবং একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। মাদক, জাল টাকা, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার হওয়ায় রুপগঞ্জ থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। বজলুর বিরুদ্ধে তিন মামলায় ৭ দিন করে মোট ২১ দিনের রিমান্ড চায় পুলিশ। আজ আদালতে শোনানী শেষে তিনটি মামলায় প্রত্যেকটিতে ২ দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে শোনানী শেষে বজলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর চনপাড়ায় কায়েতপাড়া ইউপির ৯ নং ওয়ার্ড মেম্বার বজলু বাহিনী র্যাবের ওপর হামলা চালায়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় বজলুসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। গত ১৮ নভেম্বর এ ঘটনায় মামলার প্রধান আসামী শীর্ষ মাদক কারবারী বজলু রহমানকে গ্রেফতার করে র্যাব-১। ২৩ মামলার আসামী বজলু মেম্বার সম্পর্কে র্যাব জানায়, বজলু রহমান বজলু চনপাড়া বস্তির শীর্ষ মাদক কারবারী। তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে রয়েছে।