বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার হাটখোলা এলাকায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে যানবাহনে ডাকাতি চেষ্টার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আরিফুল ইসলাম (২০), সজিব মিয়া (১৯) ও সোহেল (২৫)।
ফতুল্লা মডেল থানার ওসি জানান, যানবাহনে ডাকাতির প্রস্তুতির সময় ধারালো দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়। ওই সময় ডাকাতিতে রাজু প্রধানসহ ১৪/১৫ জন ছিলেন। পরে তারা পালিয়ে গেছেন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা রাজুসহ ছয়জনের নাম বলতে পেরেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া রাজু প্রধানের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।