বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ফতুল্লায় ইটভাটায় এক শ্রমিককে জবাই করে হত্যার ঘটনায় ১৬ বছর পলাতক থাকা আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার আফসার উদ্দিনের ছেলে মো. কাঁলাচান (৪০)।
আজ বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার(১৫ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে কাঁলাচানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার অপরাধ শিকার করেন।
র্যাব-১১ আরো জানায়, গত ২৬ অক্টোবর ২০০৬ তারিখ কোরবানের ঈদের দিন রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলিস্থ ইটভাটায় একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। জুয়া খেলাকে কেন্দ্র করে ৫ জন আসামী পরস্পর যোগসাজশে ইটভাটার অপর এক শ্রমিককে নৃশংসভাবে জবাই করে হত্যা করে। উক্ত ঘটনায় ইটভাটার মালিক বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত বিচার শেষে গ্রেফতারকৃত আসামীসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
আসামীর স্বীকারোক্তি মতে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে গ্রেফতার এড়াতে ঘটনার পর পরই নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে মৎস্যজীবি হিসেবে কাজ করতে থাকে এবং বিগত দীর্ঘ ১৬ বছর উক্ত মামলায় সে পলাতক ছিলো। এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে ০১ জনকে এর আগে গ্রেফতার করে র্যাব-১১। বাকী আসামীদের মধ্যে ০১ জন মৃত্যুবরণ করেছেন এবং ০২ জন পলাতক রয়েছেন। পলাতক আসামীদের গ্রেফতারে র্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।