বিজয় বার্তা ২৪ ডট কম
রমজানের মধ্যে সবজির দাম ওঠানামা করলেও ঈদের শেষে রাজধানীতে স্থিতিশীলতা রয়েছে সবজির বাজারে।
করলা, বেগুন, কাকরোল, চিচিংগা, ঢেড়স, কাঁচামরিচ, চাল কুমড়া, টমেটোসহ বেশিরভাগ সবজি গত সপ্তাহে যে দামে বিক্রি করা হয়েছিল চলতি সপ্তাহে সে দামের কোনো পরিবর্তন দেখা যায়নি বাজারগুলোতে।
শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, ধানমন্ডি, নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়, কাঁচামরিচ ৪০ টাকা, বেগুন প্রকার ভেদে ৪০-৪৫ টাকা, করলা ৩৮-৪০ টাকা, শসা ৩৫-৪০ টাকা, চিচিংগা ৩৫ টাকা, কাঁকরোল ৪০ টাকা, লাউ আকার ভেদে প্রতি পিস ৩০-৬০ টাকা, চাল কুমড়া ৩০-৪০ টাকা ও কাঁচকলা হালি ১৫ টাকা।
এ ছাড়া মানভেদে প্রতি কেজি টমেটো ৩০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এ রকমই ছিল টমেটোর দাম এবং শীতকালীন সবজি বাধাকপি আকারভেদে ৩৫-৫০ টাকা বিক্রি হতে দেখা গেছে।
নিউমার্কেট কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী সুজন জানান, পাইকারি বাজারে সবজির দাম খুবই স্বাভাবিক থাকায় খুচরা বাজারেও দাম স্বাভাবিক রয়েছে। তবে ঈদের পরে বিভিন্ন জেলা থেকে সবজি সরবরাহ কমে গেছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে এটি আবার স্বাভাবিক হয়ে যাবে।