বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর “১০ম শ্রেনীর ছাত্র সানী হত্যা মামলার” এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে
র্যাব-১১।
দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শরিফ মিয়া (২০) রুপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকার মোঃ ফজর আলীর ছেলে।
র্যাব-১১ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উল্লেখ্য যে, আসামী মোঃ শরিফ মিয়া (২০) ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজসে গত ০৩ আগষ্ট ২০২১ তারিখে বে-আইনী জনতাবদ্ধে ভিকটিম সানীকে পথরোধ পূর্বক দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উক্ত ঘটনায় মোঃ মিল্লাত হোসেন (৪৩) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৬, তারিখ ০৩ নভেম্বর ২০২১। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শরিফ মিয়া (২০) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ শরিফ মিয়া (২০)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।