বিজয় বার্তা ২৪ ডট কম
সাতচল্লিশ বছর আগে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার দিনটি শোক আর শ্রদ্ধায় স্মরণ করছে বাংলাদেশ।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার বাদ মাগরিব বন্দর কদম রসুল পৌর ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি।
কদম রসুল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জনির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
মিলাদ ও দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ সাফায়েত আলম সানি বলেন, “পনেরই অগাস্ট একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়াই ছিল তাদের লক্ষ্য এবং তেশরা নভেম্বর জেলের অভ্যন্তরে যে হত্যাকাণ্ড, সেটা আসলে ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের ধারাবাহিকতা, একই সূত্রে গাঁথা। তেশরা নভেম্বর আমাদের জাতীয় চার নেতা, তাদের নিষ্ঠুরভাবে কারা অভ্যন্তরে হত্যা করা হয়। এই হত্যার রাজনীতির ধারায় ২০০৪ সালের একুশে অগাস্ট হত্যাকাণ্ড।”
হত্যার রাজনীতি চিরতরে বন্ধ করার আহ্বান জানিয়ে শেখ সাফায়েত আলম সানি বলেন, “আজকের দিনে রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হলে এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধের পথে আমরা আমাদের যে চেতনাকে লালন করি, সেজন্য চিরতরে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আতাউর রহমান নান্নু, রায়হান, ফারুক প্রধান, পরশ, মাঈনুদ্দিন মানু, মোঃ উজ্জ্বল হোসেন, আশরাফুল ইসলাম অপু, হেলাল উদ্দিন অপু, রোমান, অনি, অপু সাউদ,রাজিব আহমেদ, সাগর, মিহাদ, সাকিব, তপু, আলামিন, শাহজাহান, তারেক, রাসেল, আবির প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দরগাহ মসজিদের পেশ ইমাম আলহাজ্ব শরিফুল্লাহ শাহিন।