বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১১ মাসের শিশুকে কেড়ে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ ও সহায়তার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সদর মডেল থানাধীন বৌবাজার নয়াপাড়া এলাকার সেলিনা ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আটকরা হলেন, মো. সুমন রানা (৩৫) কুমিল্লার হোমনা থানার ছোট ঘাগুটিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে, সেলিনা (৩৫) আড়াইহাজার থানার রতন শেখের স্ত্রী, মোহম্মদ আলী (৫৫) মুন্সীগঞ্জের বেজগাও এলাকার মৃত সিরাজুল হকের ছেলে, মেহেদী হাসান (৩০) ও সৌরভ (৩০) ।
মামলা সূত্রে জানা গেছে, স্বামীর পূর্ব পরিচিতি সুমন রানা সঙ্গে ভুক্তভোগী নারীর মাঝে মধ্যে কথা হতো। এ সুবাদে গত ২৩ অক্টোবর ১০০০ টাকা ধার চান ওই নারী। পরে সুমন ডিআইটি এলাকায় টাকা নিতে আসতে বলেন। বিশ্বাস করে সেখানে যান ওই নারী। তখন সুমন বলেন, আমার কাছে টাকা নেই বাসায় যেতে হবে। পরে রিকশাযোগে সুমনের সঙ্গে যান। কৌশলে সুমন সদর মডেল থানাধীন বৌবাজার নয়াপাড়া এলাকার সেলিনার ভাড়াবাড়িতে নিয়ে যান ওই নারীকে। এ সময় সেলিনা ভুক্তভোগী নারীর কোলে থাকা ১১ মাসের শিশুকে কেড়ে নেন। পরে ধর্ষণ করেন সুমন। ধর্ষণের পর আরো তিনজনকে ফোনে ডেকে আনেন। পরে তারাও পালাক্রমে ধর্ষণ করেন।
সদর মডেল থানার ওই মামলার তদন্তকারী কর্মকর্তা (অপারেশন) খোকন চন্দ্র সরকার জানান, ধর্ষণের মামলা হওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।