বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরে ২নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার অঙ্গিকার নিয়ে ওয়ার্ড এলাকায় নির্বাচনী জনসংযোগ করছেন। বিভিন্ন ব্যানার ফেষ্টুনের পাশাপাশি তিনি ভোটারদের ধারে ধারে নির্বাচনী সালাম ও কুশল বিনিময় করছেন। প্রবিত্র ঈদুল ফিতর থেকেই মুলত তিনি নির্বাচনী প্রচারনা শুরু করেন। এরপর থেকে প্রতিদিনই ২নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জনাসমাগমস্থল, ভোটারদেও বাড়ি বাড়ি ও চায়ের দোকানসহ প্রধান প্রধান সড়কগুলোতে এলাকাবাসীর সাথে মত ও কুশল বিনিময় করছেন তিনি। শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় নাসিক ২ নং ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ মিজমিজি, ধনু হাজী রোড, আব্দুল আলী পুল, মালেক মেম্বার পুল, আমজাদ মাকের্ট এলাকায় গনসংযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, নাসিক ২ নং ওয়ার্ডে জনগনের চাহিদার তুলনায় তেমন কোন উন্নয়ন হয়নি। এখনো অনেক রাস্তাঘাট বাকি হয়েছে। তাই আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আগামী সিটি নির্বাচনে ২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হতে চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যদি নির্বাচনে বিজয় হতে পারি তাহলে ২নং ওয়ার্ড বাসির সকল চাহিদা পূরোনসহ সকল নাগরিক সুবিদা ওয়ার্ডবাসি পাবেন।