বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিক্সা চালককে গলাকাটা হত্যা করেছে দুর্বৃত্তরা।
ভোরে আটি ওয়াপদা কলোনি এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে চাঁদপুরের গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি মনসুর মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, রাতের অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। নিহতের পাশে একটি ইজিবাইক ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। হত্যা সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযানে নেমেছে।