বিজয় বার্তা ২৪ ডট কম
১/ [ নতুন কিশোর এবং আকাশ সুন্দরী ]
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
এই পাতাটি থাকনা সাদা তোমার মত
এই কলমের কথা ও প্রাণ সবটুকু থাক
বুকের মধ্যে নীল জ্যোৎস্না তবুও কেন দুঃখে থাকে ?
আবেগ আঁকা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে রাখে ****
একটা রাতের অন্ধকারে আমিও যেন ভূত – ভূতুড়ে
মন মানেনা তুমি শূন্য বিছানা খালি
আকাশ নীচে সমুদ্রনীল শুকনো বালি !
এবার আমি সবটুকু প্রেম লুকিয়ে রেখে
সংক্ষেপে বলি ভা-লো-বা-সি তুই রাক্ষস
প্রতিটা রাতের নিদ্রা নিয়ে চলছে খেলা
অবুঝ হয়ে তাকিয়ে আছে নতুন কিশোর !!
***********************************
১ / [ একমাত্র নবনীতার জন্য ]
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
এই বাদলে তুমিও মেঘ হ’লে
মন শূন্য যেভাবে সংক্রামক হয় মনে – মনে, — দহনে – পীড়নে
এই বদলে স্বপ্ন বদল হলে কবিতার খাতা থেকে বেরিয়ে আসে
নীলাশ্মদ্যুতিময় নারী ; সেও আমার কথা শুনে চোখেতে আঁকে
গোটা আকাশের রামধনু !
শেষ পর্যন্ত আমিও স্বপ্নদোষে নিঃস্ব আছি
শ্রাবণ না গেলে তুমিও তো আসবেনা কাছে
এসো, এখন রাতটা থাকতে – থাকতে পরির দেশে ফিরে যাই
আমি তাকিয়ে আছি, — দূরে সরে যাচ্ছে এক সমুদ্র ঢেউ
তুমিও – তো একই আবেগে আপ্লুত হয়ে আছো আমার মৃত্যুতে !!