বিজয় বার্তা ২৪ ডট কম
বেশ কিছুদিন যাবৎ অসুস্থ্য জেড এন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অয়ন ওসমান। আজ সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তার অস্ত্রোপচার করেছেন চিকিৎসক। তা সফলভাবে সম্পন্ন হয়েছে জানান চিকিৎসক । এখন তিনি কিছুটা সুস্থ্য আছেন। ডাক্তারের পরামর্শে আরো কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে তাকে। তার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় তিনি এবং তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
অয়ন ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির একমাত্র ছেলে। বর্তমানে অয়ন ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এদিকে তার সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া প্রার্থনা করেছেন শুভাকাংখীরা।