বিজয় বার্তা ২৪ ডট কম
দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সব স্থাপনার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তা বাড়ানোর এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে গেইট স্থাপন, মেটাল ডিটেক্টর, অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণসহ যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন।
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সব ক্যাম্পাসের ভেতরের মসজিদে আগন্তক বা নবাগত মুসল্লিদের কথাবার্তা ও আচরণের ওপর নজরদারি রাখতে।
এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার সর্বাত্মক প্রচেষ্টা নিতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
প্রসঙ্গত, ১ জুলাই গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে। এক সপ্তাহের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের কাছে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়।
এ প্রেক্ষাপটে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদী সন্ত্রাসীরা দেশে আরো হামলার পরিকল্পনা করছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন।