নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে এম সেলিম ওসমান বলেছেন, আপনি মেয়র আইভী রেলওয়ের জমি দখল করে বিদেশীদের অর্থায়নে নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার করে হাওয়া খাওয়ার জায়গা করছেন। যেটির কোন প্রয়োজন নাই। জমিটি বিক্রি করে নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে একটি অংশ রাখা যেতে পারে। আমরা নারায়ণগঞ্জের মানুষ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো। যাতে করে জমিটি রেসিডেন্সিয়াল হিসেবে বিক্রি করে ওই টাকায় নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত ট্রেন ব্যবস্থার নতুন রান্তা চালু করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে উক্ত কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পার্কের জন্য বিশ্ব ব্যাংকের ২২০ কোটি টাকার যে প্রজেক্ট আনা হয়েছে সেটা দিয়ে খুব সহজেই বরফকল অথবা নবীগঞ্জ ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদীর উপর সেতু নির্মাণ করা যেত। এখানে নদীর পূর্ব এবং পশ্চিম উভয় পাড়ই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকা।
নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রফেসর মো আব্দুল ওহাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নাসরিন ওসমান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, সদর থানার ওসি আব্দুল মালেক, সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ গোপাল চন্দ্র সাহা, অধক্ষ্য শিরিন বেগম, উপাধক্ষ্য শাহীন সুলতানা, আঞ্জুমান আরাসহ কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
কদম রসুল কলেজের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সকলকে সাথে নিয়ে কদম রসুল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে ১০ কোটি টাকার উন্নয়নের ঘোষণা দিলাম। তখন মেয়র সেখানে সিটি কর্পোরেশনের জমি আছে বলে দাবি করে লোকজন পাঠিয়েছেন। তাহলে বিগত ২৫ বছর খোঁজ নেননি কেন? নাসিকের যদি জমি থেকে থাকে তাহলে উনি চিঠির মাধ্যমে বলতেন আমি আলোচনায় বসে বিষয়টি সমাধান করতাম। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান জমি দাবি করে বাঁধা সৃৃষ্টি করার কোথাও নজির নেই উনি সেটাই করেছেন।
আলোচনায় বসার হুসিয়ারী করে তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনের মেয়র উন্নয়নের জন্য নারায়ণগঞ্জের মানুষের সহযোগীতা চেয়েছেন। সর্ব প্রথম আমি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে আলোচনার আহবান জানিয়েছি। উনি কোন সাড়া দেননি। আলোচনার ব্যবস্থা করেননি। নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে আপনি যদি আলোচনায় না বসেন তাহলে আমি নারায়ণগঞ্জের সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সাধারণ জনগনদের সাথে নিয়ে সমাবেশ করবো। সেদিন ঘোষণা দিয়ে আমি উন্নয়নের কাজে নামবো।