বিজয় বার্তা ২৪ ডট কম
নারয়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মনোনয়নপত্র পেয়েছেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দনশীল।
আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে একটি সূত্র নিশ্চিত করেন।
গত ৪ সেপ্টেম্বর ধানমন্ডির সভানেত্রীর কার্যালয় থেকে চন্দনশীলের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরে তার পক্ষে জেলা ছাত্রলীগের সাদারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল গত ৭ সেপ্টেম্বর কার্যালয়ে এই মনোনয়ণপত্র জমা প্রদান করেন।
জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে জেলার উল্লেখযোগ্য ৭ জন সংখ্যক আ্ওয়ামীলীগ নেতা দলের প্রার্থিতার জন্য আবেদন করেছেন।
জেলা পরিষদে সর্বশেষ চেয়ারম্যানদের মেয়াদ শেষ হয়েছে গত ১৭ এপ্রিল। তাদের আবার অন্তর্বর্তীকালীন প্রশাসকের দায়িত্ব দেয় সরকার। ৩১ আগস্ট জেলা পরিষদের নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী অক্টোবর মাসের ১৭ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মনোনয়নপত্র জমা দিতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।