বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি)নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর উদ্যোগে সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি)এর সভাপতি এডভোকেট খলিলুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দল ( জেএসডি ) এর সভাপতি আব্দুল মোতালেব মাষ্টার, সিনিয়র সহ সভাপতি মোমেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এসময় বক্তরা বলেন, আজ সারাদেশে জাতীয় সমাজতান্ত্রিক দল ( জেএসডি ) এর উদ্যোগে সন্ত্রাস – জঙ্গীবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার প্রত্যয়ে সমাবেশ ও মিছিল করা হচ্ছে। গত ১লা জুলাই গুলশানের হোটেল হলি আর্টিজুন বেকারীতে জঙ্গী হামলা, জিম্মিকরন ও দেশী-বিদেশী ২০ জনকে হত্যা, দুই জন পুলিশ অফিসার হত্যা এবং পঁয়তাল্লিশ জন আহত করার ঘটনার পরপরই দেশের বৃহত্তর ঈদের জামাত শোলাকিয়ায় হামলা ও হত্যার ঘটনা ঘটেছে । এমন কোন দিন নেই যেদিন দেশে সন্ত্রাসী ও জঙ্গী হামলায় ২-৪ জন মানুষকে জীবন দিতে হচ্ছেনা, নারীকে ইজ্জত হারাতে হচ্ছেনা। স্বাধীন দেশের উপযোগী রাজনীতি না থাকার কারনেই সন্ত্রাস ও জঙ্গীবাদ ভিত্তিক রাজনীতি গড়ে উঠছে । উপনিবেশিক ধাঁচের রাজনীতির ধারক দুই শক্তির ক্ষমতায় থাকা ও যাওয়ার হিংসাত্মক প্রতিযোগীতা সমাজে যে অস্থিরতা , আস্থাহীনতার সৃষ্টি হয়েছে এর ফাটল দিয়েই এ অপরানীতির বিস্তার ঘটছে । এটা জাতীর জন্য এক অশুভনীয় সংকেত । একক কোন দল বা শক্তির পক্ষে এ সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলা করা সম্ভব না । এর বিরুদ্ধে জাতীকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে । গড়ে তুলতে হবে স্বাধীন দেশের উপযোগী রাজনীতি, গনতন্ত্র ও জনগণের আস্থাশীল সরকার। এ লক্ষ্যে আমরা সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সমাজশক্তিকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার উদার আহবান জানাচ্ছি ।