বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রাকিব ওরফে টাইগার’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে থানাধীন ইসদাইর রেল লাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাকিব @ টাইগার (২৫) নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার আঃ মজিদ মিয়ার ছেলে।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাকিব নামে এক জন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।