বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি ছোড়া, ১টি চাপাতি ও ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী, বাঘমারা, শিমরাইল ও আদমজী ডিএনডি খালের ব্রিজ এলাকাসহ বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- মোঃ মোহন (১৮), মোঃ আরমান (১৯), নেয়ামুল হাসান (১৮), সাগর (১৯), মোঃ রাব্বি (১৯), মোঃ লিমন (১৮), আশিক (১৯) ও মোঃ বিল্লাল (১৮)
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা কিশোরগ্যাং ও ছিনতাইকারী দলের সদস্য। তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।