বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক জন ইসমাইল হোসেন নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
দুপুরে থানাধীন পূর্ব কলাবাগ এলাকা থেকে দুই জন পথচারী নারী ভিকটিমের কাছ থেকে স্বর্নালংকার ছিনতাই করার সময় ছিনতাইকারী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, নারায়ণগঞ্জ সদর থানাধীন ভুইঘর এলাকার মোঃ ফজলুল হকের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৫০)।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ ইসমাইল হোসেন একজন পেশাদার ছিনতাইকারী। দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় বিভিন্ন সহজ-সরল, সাধারণ জনগনকে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ছিনতাই কার্যক্রম করে আসছে। ছিনতাই বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।