বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে হোন্ডা চুরি ও মাদক মামলায় দু’সহোদরসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে বন্দর বাড়ইপাড়া এলাকার সিরাজ কসাইয়ের ছেলে রুবেল ওরফে কেরা রুবেল(২৪),পলাশ(২৬),ধামগড় মালামত এলাকার মনির হোসেনের ছেলে শাহজালাল(২৫),মদনগঞ্জ পিএম রোড এলাকার মফিজ প্রধানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল হাকিমের ছেলে মালেক(২০) ও লক্ষারচর এলাকার রফিকুল ইসলামের ছেলে ফারুক(২২)। ধৃতদের মধ্যে কেরা রুবেল ও তার ভাই পলাশ ৩ মাসে আগে সোনাকান্দা এলাকার ব্যবসায়ী সাঈদের হোন্ডা চুরির মামলার এবং মালেক বিশেষ ক্ষমতা আইনের,ফারুক ও শাহজালাল মাদক মামলার আসামী। ধৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।