বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় দেলোয়ার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই বিল্লাল জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জেনেছি। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ঘটনাস্থলে আছি।
খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার জানান, হাসপাতালে আনার আগেই দেলোয়ারের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানাকে জানানো হয়েছে।