বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে নির্মানাধীন ৩৩৫ মেগাওয়াট সিসিপিপি (বিদ্যুৎ) প্রকল্পে নিয়োজিত বিদেশী নাগরিকগন ও কেপিআই এর নিরাপত্তার স্বার্থে প্রকল্পের পাশে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সদর রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ। এসময় দোকান-পাট, গরুর খামারসহ ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে মাসুম আলী বেগ জানান, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ (ইজিসিবি) লি: কর্তৃক সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় সরকারী মালিকাধীন ‘সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল¬্যান্ট’ প্রকল্পের সীমানা প্রাচীর ঘেঁষে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজে নিয়োজিত রয়েছেন বিদেশী নাগরিক। তাই বিদেশী নাগরিকগণের নিরাপত্তা ও কেপিআই (কচও) এর নিরাপত্তার স্বার্থে পাওয়ার প¬্যান্ট প্রকল্পের সীমানা প্রাচীর সংলগ্ন সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।