বিজয় বার্তা ২৪ ডট কম
চালের কোন অভাব বাংলাদেশে নেই। সর্ব কালের সব শ্রেষ্ঠ সরকারি মজুদ সরবরাহ আছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নারায়ণগঞ্জের চাষাড়ায় দেশব্যাপী খাদ্য বান্ধব ও ওএমএস কর্মসূচির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বৈশিক কারনে এ বছর ডিলারকে ডাবল করে চাল দেয়া হয়েছে। যদি ৫০ কেজি চালও অবশিষ্ট থাকেও ভোক্তাদের দিতে হবে। কোনো ব্যবসায়ী চাল নিয়ে খেলতে যাবেন না, আমরা প্রস্তুত আছি। যারা বিশৃঙ্খলা করে তারা দেশকে ভালো বাসে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ খাদ্য মন্ত্রনারয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রী কার্ডধারীদের মধ্যে নির্ধারিত মুল্যে চাউল বিতরন করেন।