বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ বুধবার (৩১ আগস্ট) বিকেলে স্থানীয় রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ে ওই কর্মসূচী পালিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি শামীম ওসমানের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি থাকতে পারেননি বলে সভামঞ্চ থেকে জানানো হয়।
আলোচনা সভার লোকসমাগম নিয়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে। ব্যাপক সমারোহে নেতাকর্মী ও জনসাধারণের জন্য গণভোজের ব্যবস্থা থাকলেও আয়তনে ছোট ওই মাঠেরই অনেক চেয়ার খালি পড়ে থাকতে দেখা যায়। এমনকি থানা ও অন্যান্য পর্যায়ের অধিকাংশ নেতাকর্মীর অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, অনুষ্ঠানের আয়োজকেরা জনসমাগম ঘটাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন৷ ছোট মাঠের অনেক জায়গাই খালি পড়ে ছিল। তাদের ব্যবস্থাপনা ভাল ছিলনা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা থেকেই যে অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানেই শ্রদ্ধা নেই। যারা এ দেশের জন্য প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদেরই অসম্মান। এ কেমন আয়োজক তারা। স্বাধীনতার স্বপক্ষের শক্তির দল এই আওয়ামীলীগ। আর যারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছে তাদেরই অসম্মান। এ কেমন আওয়ামীলীগার তারা।
শোক প্রকাশ আর শহীদদের সম্মান দেখানোর বিষয়টি যেন আয়োজকদের মাথাই নেই। এ যেন নাম মাত্র অনুষ্ঠান।
আয়োজনকে কেন্দ্র করে শহিদ বেদীতেও জুতা পায়ে গল্পে মশগুল থাকতে দেখা গেছে মিছিল সহকারে আসা নেতাকর্মীদের। একদিকে মঞ্চে চলছিলো শোকের মাস স্মরণে বক্তব্য, ঠিক তার সামনেই শহিদ বেদিতে জুতা পায়ে আলাপচারিতা সারছিলেন লোকজন। এ দৃশ্য হতবাক করেছে আগত অন্যান্য নেতাকর্মী ও জনসাধারণকেও৷
ওই আলোচনা সভায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ইয়াসিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: মজিবুর রহমান, সহ-সভাপতি বাবু কালিপদ মল্লিক, সহ-সভাপতি মতিউর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ আ্ওয়ামীলীগের যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি সহ অন্যান্যরা।