বিজয় বার্তা ২৪ ডট কম
জীবন কে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন শ্লোগানে নারায়ণগঞ্জ কলেজে মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত মাদকবিরোধী সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। তিনি সকল ছাত্র ছাত্রীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন। পরিশেষে ছাত্র ছাত্রীদের সচেতনতা মূলক শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।