বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোকন উদ্দিন নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলার মদিনাবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে মধ্য ধনকুন্ডা এলাকার রফিক উদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।